Danger with Aadhaar – আপনার আধার কার্ডে কি মোবাইল নম্বর লিংক করা রয়েছে ?। যদি আপনাকে আমি এই প্রশ্ন করি । তাহলে হয়তো আপনি বলেবেন । আমি জানি না আবার অনেকেই বলবেন । যে আমার আধারে মোবাইল লিংক রয়েছে । তবে যারা জানেনা । যে তাদের আধার কার্ডে মোবাইল লিংক রয়েছে কিনা । তারা অবশ্যই প্রতিবেদটি সম্পূর্ণ পড়ুন ॥
এছাড়াও যারা জানেন যে আধার কার্ডে মোবাইল লিংক রয়েছে । তার অবশ্যই প্রতিবেদনটি পড়ুন । কারম আপনি দেশের সব থেকে বড়ো বিপদের মধ্যে পড়তে পারেন । তাই এমনি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পেতে বা জানতে আমাদের WhatsApp Telegram চ্যানেলে অবশ্যই ফলো করবেন ॥
Table
Danger with Aadhaar – সামনে কি বিপদ রয়েছে ?
দেখুন আধর কার্ড এখন সাধারন মানুষদের কাছে খুবি গুরুত্বপূর্ণ একটি নথি । আর এই আধার কার্ড ছাড়া এখন কোনো কাজ করা সম্ভব নয় । তাই আধার কার্ড নিয়ে যদি আপনি বপদে পড়ে যান । তাহলে আপনাকে কিন্তু করও উদ্ধার করতে পারবে না । আপনাকে নিজে নিজেকে উদ্ধার করতে হবে ॥
আর যর বিপদ সেটি হচ্ছে । আধার কার্ড যদি আপনি ১০ বছরের মধ্যে আপডেট না করিয়ে থাকেন । তাহলে অবশ্যই আপনি ডকুমেন্ট আপডেট একবার হলেও করে নিন । না হলে আপনি আধার কার্ড নিয়ে বড়ো বিপদে পড়বেন । বন্ধ হবে আপনার আধার কার্ড ॥
বিপদ থেকে উদ্ধার কীভাবে হবো ?
বিপদ থেকে উদ্ধার হবার জন্য আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে হবে । আর আপনি যদি আধার সেন্টার গিয়ে আপডেট করান । তাহলে আপঅর থেকে টাকা নেওয়া হবে । কিন্তু যদি আপনি নিজে অনলাইন থেকে করেন । তাহলে একটও টাকা লাগবে না ॥
আর অনলাইন থেকে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে গেলে । আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক । যদি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতর চান । তাহলে অবশ্যই আধার কার্ডে মোবাইল লিংক থাকতে হবেই । তবেই বিনামূল্যে অনলাইন থেকে হবে ॥
আধার কার্ড কোন মোবাইল লিংক রয়েছে ?
এবার আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বর লিংক রয়েছে । সেটি যদি আপনার জানা না থাকে । তহলে অবশ্যই আপনি একবার হলে দেখে নিন । যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বর লিংক করা রয়েছে । আর সেটি দেখার জন্য নিচের পদ্ধতি ব্যবহার করতে হবে ॥
সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখুন ?
১) আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আোনারা নিচে পেয়ে যাবেন ॥
২) এবার আপনি হোম পেজে একদম নিচের দিকে দেখবেন ভেরিফাই আধার কার্ড অপশেনে সেখানে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি আধার কার্ড নম্বর বসিয়ে দিবেন ॥
৪) এবার পাশের ক্যাপচার কোড দেখে দেখে ফাকা ঘরে বসিয়ে দিবেন ॥
৫) তর পরে আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন । তাহলে এখানে দেখিয়ে দিবে কোন মোাইল নম্বর লিংক রয়েছে ॥
৬) তবে মনে রাখবেন যে এখানে শুধুমাত্র মোবাইল নম্বরের লাস্টের ৩টি সংখ্যা দেখাবে ॥
Danger with Aadhaar
দেখুন আধর কার্ড এখন সাধারন মানুষদের কাছে খুবি গুরুত্বপূর্ণ একটি নথি । আর এই আধার কার্ড ছাড়া এখন কোনো কাজ করা সম্ভব নয় । তাই আধার কার্ড নিয়ে যদি আপনি বপদে পড়ে যান । তাহলে আপনাকে কিন্তু করও উদ্ধার করতে পারবে না । আপনাকে নিজে নিজেকে উদ্ধার করতে হবে ॥
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
Also Read:
- Aadhaar Mobile Link: শুধু ২ মিনিটে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করব কিভাবে?
- Lakshmir Bhandar 2024 – লক্ষী ভান্ডার টাকা না ঢুকলে কি করতে হবে?
- pension রাজ্যের ৫০,০০০ মানুষকে ১০০০ টাকা সহায়তা, আপনি পাবেন কী ?
- ration card ekyc: হাতে সময় কম, বন্ধ হবে বিনামূল্যে রেশন ! 21 থেকে 25 জুনের মধ্যে করতে হবে
- PM Kisan Special Benefit: প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে নতুন 2,000 টাকার বিশ্বেষ সুবিধা !
- MSME Loan 2024: MSME লোন কীভাবে নিবেন ! কি কি কাগজ পত্রের প্রয়োজন হবে