Lakshmir Bhandar Amount Increase 2024: লক্ষীর ভান্ডার নিয়ে বড়ো আপডেট রয়েছে । এবার রাজ্য সরকার এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আবারো বাড়ানো হবে । তবে করা এই বাড়তি টাকা পাবে এবং কারা পাবে না । এছাড়াও কবে থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে । বিভ্রান্ত নয় সঠিক জানুন ॥
আজকের খবর | লক্ষীর ভান্ডার টাকা বাড়াচ্ছেন |
প্রকল্প নাম | লক্ষীর ভান্ডার ( Lakshmir Bhandar ) |
চালু করেছেন | পশ্চিমবঙ্গ সরকার |
ভাতা পরিমান | ১০০০/১২০০ টাকা |
সুবিধাভোগী | শুধুমাত্র মহিলাদের |
Table
Lakshmir Bhandar পশ্চিমবঙ্গের প্রকল্প ?
লক্ষীর ভান্ডার প্রকল্পটি খুবি জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে । এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রথমের দিকে সরকার ৫০০ টাকা এবং ১০০০ টাকা করে দিচ্ছিলেন । কিন্তু নতুন বছরের বাজেটে রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন ॥
আর এপ্রিল মাস থেকে সরকার প্রত্যেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে ১০০০ এবং ১২০০ করে টাকা দিতে লেগেছেন রাজ্য সরকার । আর এই টাকা এখন প্রতি মাসে মহিলারা পেয়ে যাচ্ছেন ॥
লক্ষীর ভান্ডারে বড়ো ঘোষণা ?
তবে ইতিমধ্যে নানা খবর অনুযায়ী জানা যাচ্ছে । যে এবার রাজ্য সরকার নাকি লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও পুনরায় বাড়াবেন । এবার জানা গিয়েছে রাজ্য সরকার ১৫০০ টাকা এবং ২০০০ টাকা এই লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে । তবে এর আসলো বিষয় কোনটি ॥
দেখুন এখনও রাজ্য সরকার জানাইনি যে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আবারো বাড়ানো হবে । তবে সামনে যে হুতো বিধানসভা রয়েছে । তাই সেই অনুপাতে মনে করা হচ্ছে রাজ্য সরকার টাকা বাড়াতে পারেন । যেহুতো লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পের টাকা বাড়িয়েছেন । তাই আগামী ভোটের অগে আবারো বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে ॥
কারা পাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা ?
দেখুন যদি পরবর্তীতে কোনো সময় লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তি করেন । যেহুতো এই বিষয় পরিস্কার নয় । তার পরেও যদি টাকা বাড়ানো হয় এবং সেই সময় প্রকল্পে নাম থাকলে আপনিও পাবেন প্রকল্পের বাড়তি টাকা । তাই প্রকল্পের সুবিধা নিতে চাইলে দেরি নয় প্রকল্প এখনি আবেদন করুন ॥
লক্ষীর ভান্ডারে আবেদন কীভাবে করবেন ?
লক্ষীর ভান্ডারে আবেদন করার জন্য আপনাকে দুয়ারে সরকার বা ব্লক অফিসে যেতে হবে । সেখান থেকে আবেদন ফর্ম নিয়ে ফিলাপ করে সেখানেই আবার জমা করে দিতে হবে । সাথে আপনাকে কিছু ডকুমেন্ট জমা করতে হবে । কি কি ডকুমেন্ট লাগবে নিচে দেওয়া হয়েছে ॥
আবেদনের জন্য জরুলি ডকুমেন্ট ?
আধার কার্ড ( ২৫ বছর হতে হবে )
ভোটার কার্ড
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ( জয়েন্ট হলে হবেনা )
মোবাইল নম্বর
আবেদন ফর্ম
ছবি
Lakshmir Bhandar
Lakshmir Bhandar Amount Increase 2024: লক্ষীর ভান্ডার নিয়ে বড়ো আপডেট রয়েছে । এবার রাজ্য সরকার এই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা আবারো বাড়ানো হবে । তবে করা এই বাড়তি টাকা পাবে এবং কারা পাবে না । এছাড়াও কবে থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে । বিভ্রান্ত নয় সঠিক জানুন ॥
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েব সাইট | Click Now |
Official Telegram | Bangli Sikho |
Official WhatsApp | Bangli Sikho |
Also Read:
- Apply Anganwadi: নতুন বিজ্ঞাপ্তি 9ই আগস্ট শেষ তারিখ বয়স 18থেকেই শুরু ! অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ !
- PM Awas Yojana Budget: ঘর বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ ! দেখুন আবেদন পদ্ধতি এবং কারা পাবে ?
- Union Budget 2024-25: এবার কেন্দ্র বাজেটে নতুন বড়ো আপডেট ! এখনি দেখুন বাজেট লিস্ট
- Old Age Pension: মাসের 23 দিন হয়ে গেলো ! কিন্তু বয়স্ক ভাতা টাকা এখনও ঢুকেনি ! টাকা পেতে কি করতে হবে
- Lakshmir Bhandar New Update: লক্ষীর ভান্ডারে বড়ো চমক ! লক্ষ লক্ষ মহিলাদের মুখে হাসি ফুটালো ( 2024 )
- PM Awas Yojana: ঘরের নতুন লিস্ট প্রকাশিত ! এই ভাবে দেখুন লিস্ট নাম
- BSNL Update: এক নজরে দেখুন BSNL এর নেটওয়ার্ক আপনার এলাকায় !