Land Registry New Rule 2024: ধাপ্পা বাজি করে জমি রেজিস্টি করার দিন শেষ । এবার বাড়ির জমি হোক বা মাঠান জমি হোক । জমি রেজিস্টি করা নিয়ে এবারে সারা রাজ্যে জারি হলো নতুন নিয়ম । এখন এই নতুম নিয়ে জমি জাগা রেজিস্টি হবে । নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নিবে সরকার । তাহলে চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক ॥
এতো দিন ধরে জমি রেজিস্টি করার জন্য হাতের ছাপ বাধ্যতামূলক ছিলো না । কিন্তু এখনকার সময় হাতের ছাপ বাধ্যতামূলক করা হয়েছে । এবার আগে যে হুতো হাতের ছাপ বাধ্যতামূলক ছিলো না । আর এই সুবিধা টি কাজে লাগিয়ে অসংখ্য জমির মালিকের বিনা অনুমতিতে নিজের নামে জমি করে নিতো ॥
Table
মানে এখন ধরুন আপনার নামে ১ বিঘা জমি রয়েছে । কিন্তু ওই জমির আসল মালিক আপনি । এবার আপনি মালিক হবার পরে ওই জমি কিছু টাকা দিয়ে অন্যের নামে করে নিচ্ছিলো । আর এই সমস্যায় ছিলো হাজার হাজার মানুষ । ডুপ্লিকেট করে অন্যের জমি নিজের নামে করে নিচ্ছিলো । আর এই বিষয়ে অনেজ অভিযোগ জমা পড়েছে । তবে এবারে নতুন নিয়ম আসলো ॥
Land Registry New Rule 2024 ?
অফিসারদের বোকা বানিয়ে অন্যের জমির মালিক হওয়া আগে আনেকটা সহজ ছিলো । এবারে সেই নিয়ম পরিবর্তন করে নিয়ে আসা হলো নতুন নিয়ম । জানা গিয়েছে বাড়িতে জমি রেজিস্টি করতে আসার আগে অফিসারদের করতে হবে ভেরিফিকেশন । আগে ভেরিফিকেশন করে জানতে হবে । যে আসোলে কি সঠিক জমির মালিক রেজিস্টাি করাতে চাই নাকি অন্য কেও ॥
এছাড়াও এই ভেরিফিকেশনে দেখতে হবে । যে ব্যক্তি বাড়িতে বসে জমি রেজিস্টি করাতে চাইছে । সেই ব্যক্তি আসোলেই কি তার যোগ্য কিনা । ওই ব্যক্তি অফিসে গিয়ে রেজিস্টি করাতে পারবে কিনা । আর যদি অফিসে গিয়ে রেজিস্টি না করাতে পারে ওই ব্যক্তি । তাহলে কি কারনে অফিসে গিয়ে রেজিস্টি করাতে পারবে না । ওই জমির মালিকের কি সমস্যা রয়েছে ॥
আর আসোলে যদি সত্যি ওই জমির মালিক অফিসে যাওয়ার মতো পরিস্থিতি না থাকে । তাহলে সেক্ষেত্রে অফিসার বাড়িতে এসে জমির রেজিস্টি করে দিয়ে যাবে । আর ইতিমধ্যে এই নিয়ম কলকাতার মতো অনেক বড়ো বড়ো অফিসে সরকার নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে । এছাড়াও জানা গিয়েছে । যদি কোনো অফিসার এই নিয়ম না মানে । তাহলে সরকারি ভাবে তার উপর পদক্ষেপ নেওয়া হবে ॥
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
Land Registry New Rule 2024
Land Registry New Rule 2024: ধাপ্পা বাজি করে জমি রেজিস্টি করার দিন শেষ । এবার বাড়ির জমি হোক বা মাঠান জমি হোক । জমি রেজিস্টি করা নিয়ে এবারে সারা রাজ্যে জারি হলো নতুন নিয়ম । এখন এই নতুম নিয়ে জমি জাগা রেজিস্টি হবে । নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নিবে সরকার । তাহলে চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক ॥