Pan Card Search By Aadhaar: আধার কার্ড দিয়ে আপনি কীভাবে প্যান কার্ড খুজে বার করবেন । হ্যা আপনারা ঠিকি পড়েছেন । আধার কার্ড দিয়ে আপনি প্যান কার্ড খুজে নিতে পারবেন । তবে কীভাবে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন । তা না হলে আপনি বুঝতে পারবেন না ॥
আধার কার্ড এর পাশাপাশি প্যান কার্ড হলো আর বেশি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট । যেহুতো আধার কার্ড ছাড়া কোনো কাজ হয়না । ঠিক এমনি ভাবে আধার কার্ড দেবার পরেও প্যান কার্ড না দিলে এমনও কিছু কাজ আছে যেগুলো হবে না । তাই আরো বেশি বেশি আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের WhatsApp এবং Telegram চ্যানেলে ফলো করুন ॥
Table
প্যান কার্ডের গুরুত্ব ?
Pan Card Search By Aadhaar – প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট । প্যান কার্ড ছাড়া আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না । বিশেষ করে তো আপনি ITR ফাইল করতে পারবেন না । Income Tax দিতে পারবেন না । দেশর বাইরে যেতে পারবেন না । যদি আপনার প্যান কার্ড না থাকে । এছাড়াও আরো বেশ কিছু কাজ করা যাবে না ॥
আধার কার্ড দিয়ে প্যান নম্বর কিভাবে বের করব?
Pan Card Search By Aadhaar – এবার আসল কথা হচ্ছে আপনি কীভাবে আধার কার্ড দিয়ে প্যান নম্বর বের করবেন । প্রথমে আপনাদের বলে রাখি যদি আপনি NSDL বা UTI থেকে নতুন প্যান কার্ড বানিয়ে থাকেন । তাহলে আপনি কিন্তু আধার নম্বর দিয়ে প্যান কার্ড নম্বর বের করতে পারবেন না । NSDL এবং UTI থেকে আধার কার্ড দিয়ে প্যান নম্বর বের করার জন্য তাদের অফিসে যেতে হবে ॥
আর আরো একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতি ব্যবহার করে বাড়িতে বসে হাতের মোবাইল দিয়ে আধার কার্ড দিয়ে প্যান নম্বর বের করতে পাবরেন । আর সেটি হচ্ছে https://www.incometax.gov.in/iec/foportal/ ওয়েব সাইট থেকে ॥
তবে এই ওয়েব সাইট থেকে প্যান কার্ড বের করার জন্য আপনাকে এই ওয়েব সাইট থেকে প্যান কার্ড তৈরি করতে হবে আধার ওটিপি দিয়ে । তার পরেই এই ওয়েব সাইট থেকে আধার নম্বর দিয়ে আপনি প্যান নম্বর বের করতে পারবেন । আর এটি একদম সহজ পদ্ধতি ॥
Pan Card Search By Aadhaar Online ?
১) প্রথমে আপনি অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) হোম পেজে Instant E-PAN অপশেন রয়েছে সেখানে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি Check Status/ Download PAN অপশেন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ॥
৪) এবার আপনি আধার নম্বর বসিয়ে দিবেন । আর পরে আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে নিবেন ॥
৫) এবার ভেরিফিকেশন হয়ে গেলে আপনার সামনে ডাউনলোড অপশেন আসবে ॥
৬) ডাউনলোড অপশেনে ক্লিক করে আপনি খুব সহজে প্যান নম্বর পাবেন এমনকি ই-প্যান কার্ডও পাবেন যেটি সব জাইগায় ব্যবহার করতে পারবেন ॥
Pan Card Search By Aadhaar Online ?
১) প্রথমে আপনি অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) হোম পেজে Instant E-PAN অপশেন রয়েছে সেখানে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি Check Status/ Download PAN অপশেন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- Lakshmir Bhandar Apply2024: স্বাস্থ্য সাথী কার্ড না থাকলে কি লক্ষীর ভান্ডার হবে না?
- Aadhaar Mobile Link Check2024: আধার কার্ডের সাথে কোন নাম্বার লিঙ্ক আছে কিভাবে দেখব?
- Online DRC Download2024: পশ্চিমবঙ্গে অনলাইনে ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড সম্পূর্ণ নতুন পদ্ধতি ?
- Aadhaar Cancellation Notice 2024: বাতিল হচ্ছে আধার কার্ড ! তবে কেন জানুন
- Lost Aadhaar Refund Online: আধার কার্ডের নম্বর হারিয়ে গেলে কিভাবে বের করব?
- New Lakshmi Amount: নতুন লক্ষী ভান্ডার এর টাকা কবে ঢুকবে?
- Lakshmi Apply Online: 2 মিনিটে লক্ষীর ভান্ডার প্রকল্প অনলাইন আবেদন ?