PM Kisan Mobile Change Online: CSC সেন্টারে বা কৃষি অফিসে গিয়ে নয় । এখন বাড়িতে বসেই আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুব সহজে পিএম কিষাণ প্রকল্পে লিংক থাকা মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল নম্বর যুক্ত করাতে পারবেন । আর এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না । সম্পূর্ণ বিনামূল্যে হবে ॥
আজকের খবর | PM Kisan Mobile Change |
প্রকল্প | পিএম কিষাণ যোজনা |
চালু করেছেন | কেন্দ্রীয় সরকার |
সুবিধা | প্রতি বছর ৬,০০০ টাকা |
কাদের জন্য | শুধুমাত্র কৃষকদের জন্য |
কত খরচ | সম্পূর্ণ বিনামূল্যে |
Table
তবে আপনাকে একটু কষ্ট করে করতে হবে । কারন এই পদ্ধতি সম্পূর্ণ অনলাইন । আপনাকে এর জন্য কোথাও যেতে হবে না । তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে আপনারা পিএম কিষাণ প্রকল্পের মোবাইল নম্বর পরিবর্তন করাবেন এবং ঠিক কি কি প্রয়োজন হবে । চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ॥
পিএম কিষাণ মোবাইল নম্বর পরিবর্তনে কি দরকার ?
পিএম কিষাণ প্রকল্পের মোবাইল নম্বর অনলাইন এর মাধ্যমে পরিবর্তন করার জন্য শুধুমাত্র আধার কার্ড এবং রেজিস্টরশন নম্বর । আর আধারে লিংক থাকা মোবাইলের ওটিপি ॥
কোন কারনের জন্য পরিবর্তন করতে হবে ?
পিএম কিষাণ প্রকল্পের আবেদন করার পরে মোবাইল নম্বর যদি হারিয়ে যাই বা সিম কার্ড নষ্ট হয়ে যাই । তাগলে সেক্ষেত্রে নোবাইল নম্বর পরিবর্তন করাতে হবে । অন্যথায় আপনি যে কোনো সমস্যাই পড়তে পারে । তাই অবশ্যই দরকার হলে মোবাইল নম্বর পরিবর্তন করুন ॥
PM Kisan Mobile Chamge Online 2024 ?
১) প্রথমে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আপনারা একদম নিচে দেখতে পাবেন ॥
২) হোম পেজে Mobile NumberUpdate অপশেনে দেখতে পাবেন । সেখানে আপনি ক্লিক করবেন ॥
৩) এবার এখানে আপনি ২টি অপশেন পাবেন । রেজিস্টসন এবং আধার নম্বর । আপনার মতো অপশেন সিলেট করে সেই নম্বর বসিয়ে দিবেন ॥
৪) এবার ক্যাপচার বসিয়ে সার্চে ক্লিক করবেন । তাহলেই হয়ে যাবে ॥
৫) এবার আপনি আধার ওটিপি দিয়ে আপনি এখানে লগিন করে নিবেন । মনে রাখবেন এখানে রিসেন্ড অপশেনে দেওয়া নেই ॥
৬)এবার আপনার সামনে আসল পেজে খুলে যাবে । এখানে কৃষকের সমস্ত তথ্য দেখিয়ে দিবে সেগুলো দেখে নিবেন ॥
৭) এবার আপনি সমস্ত কিছু দেখার পরে নিচের দিকে দেখবেন মোবাইল নম্বর বসানোর ঘর । সেখানে নতুন মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন ॥
৮) এবার সেই মোবাইল নম্বর বসানোর জাইগায় মোবাইল নম্বর বসিয়ে আপনি ওটিপি পাঠান অপশেনে ক্লিক করবেন ॥
৯) এবার আপনার মোবাইলে যাওয়া ওটিপি ওটিপির জাইগায় বসিয়ে দিবেন । এবং সাবমিট করে দিবেন ॥
উপরের এই পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজে পিএম কিষাণ প্রকল্পে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবেন । এখন আর আপনাকে অন্য কোথাও গিয়ে মোবাইল নম্বর পরিবর্তন করার কোনো দরকার নেই । এখন বাড়িতে বসে নিজ নিজের হাতের মোবাইল দিয়েই মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে পিএম কিষাণ প্রকল্পে ॥
PM Kisan Mobile Chamge Online 2024 ?
PM Kisan Mobile Change Online: CSC সেন্টারে বা কৃষি অফিসে গিয়ে নয় । এখন বাড়িতে বসেই আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুব সহজে পিএম কিষাণ প্রকল্পে লিংক থাকা মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল নম্বর যুক্ত করাতে পারবেন । আর এর জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না । সম্পূর্ণ বিনামূল্যে হবে ॥
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল ওয়েব সাইট | Click Now |
Official Telegram | Bangli Sikho |
Official WhatsApp | Bangli Sikho |
Also Read:
- Lakshmir Bhandar2024: লক্ষীর ভান্ডারে বড়ো সুখবর ! প্রকল্পের টাকা আবার বাড়াচ্ছেন সরকার
- Apply Anganwadi: নতুন বিজ্ঞাপ্তি 9ই আগস্ট শেষ তারিখ বয়স 18থেকেই শুরু ! অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ !
- PM Awas Yojana Budget: ঘর বানাতে 10 লক্ষ কোটি টাকা বরাদ্দ ! দেখুন আবেদন পদ্ধতি এবং কারা পাবে ?
- Union Budget 2024-25: এবার কেন্দ্র বাজেটে নতুন বড়ো আপডেট ! এখনি দেখুন বাজেট লিস্ট
- Old Age Pension: মাসের 23 দিন হয়ে গেলো ! কিন্তু বয়স্ক ভাতা টাকা এখনও ঢুকেনি ! টাকা পেতে কি করতে হবে
- Lakshmir Bhandar New Update: লক্ষীর ভান্ডারে বড়ো চমক ! লক্ষ লক্ষ মহিলাদের মুখে হাসি ফুটালো ( 2024 )
- PM Awas Yojana: ঘরের নতুন লিস্ট প্রকাশিত ! এই ভাবে দেখুন লিস্ট নাম
No WIFE NO SON SINGEL 60% DISABILITY 41 YEARS BOY WANT TO CREATE ON FARMING ( NEW LIFE ) ( @ H. P. SOLAR WATER PUMP government DON’T HELP ME ❓ TO CREATE MY LIFE ❓