Ration Card Aadhar link West Bengal: সম্পূর্ণ বিনামূল্যে আপনি অনলাইন থেকে খুব সহজে আপনার বা আপনার পরিবারের যে কোনো সদস্যের রেশন কার্ডে আধার নম্বর লিংক বা যুক্ত করাতে পারবেন । তবে আপনি কীভাবে রেশন কার্ডে আধার লিংক করাবেন । জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন ॥
রেশন কার্ড এখন সাধারন মানুষদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ড হিসেবে গন্য হয়েছে । আর সরকার একদম পরিস্কার ভাবে জানিয়েছে যে রেশন কার্ডে আধার লিংক থাকবে না । সেই রেশন কার্ড একদম অকেজো হয়ে যাবে । মানে আধার লিংক না থাকা রেশন কার্ড কোনো কাজের নয় ॥
Table
রেশন কার্ডে আধার লিংক এবং লিংক না করলে কি হবে ?
যদি আপনি আপনার রেশন কার্ডে আধার নম্বর লিংক না করান । তাহলে সে রকম কিছু হবে না । শুধুমাত্র আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে । আর আপনি আপনার ওই আধার লিংক না থাকা রেশন কার্ড কোথাও ব্যবহার করতে পারবেন না বা ওই রেশন কার্ড কোনো কাজে লাগবে না । আর আধার লিংক করলে সমস্ত সুবিধা ও রেশন কার্ড নিয়ে যাবতীয় কাজ করতে পারবেন ॥
রেশন কার্ডে আধার লিংক করতে খরচ কত ?
রেশন কার্ডে যদি আধার লিংক করা না থাকে । তাহলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডে আধার লিংক করাতে পারবেন । আধার লিংক করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না । সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত রেশন কার্ডে আধার লিংক করা যাবে । আর এই সুযোগ কাজে লাগিয়ে আধার লিংক করে নিন ॥
রেশন কার্ডে আধার লিংক কোথায় করবো ?
রেশন কার্ডে আধার লিংক আপনারা ৪ রকমে করতে পারবেন । আপনি আপনার রেশন ডিলার এবং নিকটবর্তী BSK সেন্টারে এবং রেশন অফিসে গিয়ে খুব সহজে লিংক করাতে পারবেন । এছাড়াও আপনি বাড়িতে বসে অনলাইন থেকে খুব সহজে এই লিংক করতে পারবেন ॥
অনলাইনে আধার লিংক করার জন্য বাধ্যতামূলক কি ?
আপনি যদি অনলাইন থেকে বাড়িতে বসে রেশন কার্ডে আধার লিংক করতে চান । তাহলে শুধুমাত্র আধার কার্ডে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক । আধার কার্ডে মোবাইল লিংক করা থাকলে অনলাইন থেকে বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ডে আধার লিংক করাতে পারবেন । আর এর জন্য আধারে মোবাইল লিংক থাকা বাধ্যতামূলক ॥
Ration Card Aadhar link West Bengal ?
১) রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আপনি নিচে পেয়ে যাবেন ।
২) এই ওয়েব সাইটের হোম পেজে একদম নিচের দিকে দেখতে পাবেন রেশন কার্ডে আধার লিংক করার অপশেন ॥
৩) আপনি সেই অপশেন এর উপর ক্লিক করবেন ।
৪) এর পরে আপনি যে রেশন কার্ডে আধার লিংক করতে চান । সেই রেশন কার্ড নম্বর বসিয়ে সার্চ অপশেনে ক্লিক করবেন ॥
৫) এবার আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন । সেগুলো দেখে নিয়ে আধার লিংক করার জন্য শুধুমাত্র আধার এবং মোবাইল লিংক অপশেনে ক্লিক করবেন ॥
৬) এবার আপনি আধার নম্বর বসিয়ে দিবেন সাথে টিক চিহ্ন দিয়ে ওটিপি পাঠান অপশেনে ক্লিক করবেন ॥
৭) এবার ওটিপি বসিয়ে ভেরিফেকেশন করে নিবেন । ভেরিফিকেশন হবার পরে আপনি আধার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন ॥
৮) সমস্ত তথ্য দেখে নেবার পরে আপনি সাবমিট অপশেনে ক্লিক করবেন । তাহলে আপনার আধার লিংকের প্রসেসে চলে যাবে ॥
আধার লিংক করার পরেও আধার লিংক হচ্ছে না ?
এখন কিছু কিছু রেশন কার্ডে আধার লিংক করার পরেও আধার লিংক হচ্ছে না । যেমন যদি আপনি এখন SPHH PHH AAY রেশন কার্ডে আধার লিংক করতে চান । তাহলে কিন্তু আধার লিংক হবে না । শুধুমাত্র এখন RKSY ½ রেশন কার্ড গুলোতে আধার লিংক হচ্ছে ॥
আধার লিংক হতে কত সময় লাগবে ?
রেশন কার্ডে আধার লিংক হবার জন্য সঠিক কোনো সময় নির্ধারিত নেই । এখন আধার লিংক করলে মোটামুটি ১২ ঘন্টার মধ্যে অধিকাংশ রেশন কার্ডে আধার লিংক হয়ে যাচ্ছে । তবে সব থেকে বেশি ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে গ্যারান্টি আধার লিংক হয়ে যাবে RKSY ½ কার্ড গুলোতে ॥
Ration Card Aadhar link West Bengal ?
১) রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক আপনি নিচে পেয়ে যাবেন ।
২) এই ওয়েব সাইটের হোম পেজে একদম নিচের দিকে দেখতে পাবেন রেশন কার্ডে আধার লিংক করার অপশেন ॥
৩) আপনি সেই অপশেন এর উপর ক্লিক করবেন ।
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
Also Read:
- Ration Card Mobile Change Free: মাত্র 2 মিনিটে অনলাইনে রেশন কার্ড মোবাইল নম্বর পরিবর্তন পশ্চিমবঙ্গ?
- PM Kisan Yojana: পিতা ও পুত্র উভয়ে PM Kisan প্রকল্পের সুবিধা নিতে পারবে? 17তম কিস্তির ২০০০ কবে ঢুকবে !
- June Ration List 2024: জুন মাসে রেশনে বড়ো চমক ! কোন কার্ডে কত কেজি রেশন পাবেন ?
- Ration Card New Big Update: সর্বনাশ – এই রেশন কার্ড থাকলে দেখুন ! বড়ো ঘোষণা খাদ্য দপ্তরের
- SBI Super Bike Loan Scheme: বাইক কেনার জন্য SBI Loan দিচ্ছে ! তবে মাসে EMI কত জানুন