Ration Card eKyc Problem: এখন রেশন কার্ডের সব থেকে বড়ো একটি সমস্যা দেখা দিয়েছে । আমার রেশন কার্ড আছে কিন্তু রেশন পাচ্ছি না । সব কিছু ঠিক আছে শুধু আধার লিংক না থাকার কারনে রেশন পাচ্ছি না । এমন কি আমার আধার ছিলো তার পরে কি হলো কি জানি আধার লিংক আপনা আপনি কেটে গিয়েছে আর এখন আধার লিংক হচ্ছে না । বড়ো সমস্যার মধ্যে রয়েছি ॥
দেখুন নানা রকম সমস্যা নানা সময় দেখা যাই । তবে ইতিমধ্যে এখন রেশন কার্ড নিয়ে মারাক্তক একটি সমস্যা চলছে । যেটি হচ্ছে রেশন কার্ডে আধার লিংক হচ্ছে না । শুধুমাত্র বলছে NFSA তে জাইগা খালি নেই । তবে এই সমস্যায় আপনারা অনেকেই রয়েছেন । আর এর কি সমাধান রয়েছে সেটি খুঁজে পাচ্ছেন না । তাহলে চলুন সমাধান জেনে নেই ॥
Table
Ration Card eKyc Problem ?
প্রথমের দিকে পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড আবেদন করলে rksy 1 বা rksy 2 কার্ড হতো । তবে কিছু দিন আগে সেই সমস্যার সমাধান করেছে সরকার । অটোমিটিক রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে সমস্ত rksy 1 & rksy 2 কার্ড গুলো কেন্দ্রের কার্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে । আর সেটি এখনও চালু রয়েছে ॥
তবে এবারে নতুন আরো একটি সমস্যা দেখা দিচ্ছে । রেশন কার্ড গুলোতো ক কেন্দ্রের হচ্ছে । কিন্তু ওই কার্ড আধার লিংক হচ্ছে না । আধার লিংক করার জাইগায় দেখাচ্ছে NFSA এর আওতায় জাইগা খালি না থাকার কারনে আপনার কার্ডটি চলু হয়নি তবে আধার লিংক হয়ে গিয়েছে । ॥
Ration Card eKyc Problem সমাধান কি ?
প্রথমে আপনারা একটি বিষয় মনে রাখুন । কেন্দ্রের যতো গুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ড গুলো NFSA এর আওতায় রয়েছে । তাই এখন পশ্চিমবঙ্গ কেন্দ্রের যতো গুলো রেশন কার্ড বরাদ্দ ছিলো । সেই বরাদ্দের কোটা শেষ হয়ে গিয়েছে । যে কারনে আপনাদের এই সমস্যাটি হচ্ছে । আর এর সমাধান আপনি আমি কেও করতে পারবো না ॥
এর সমাধান সরকার করবে । যখন আবার কার্ড বরাদ্দ হবে পশ্চিমবঙ্গের জন্য । তখন এই কার্ড গুলো আপনা আপনি চালু হয়ে যাবে । তাই যদি আপনারও এই রকম সমস্যা হয় । তাহলে কিছু করার নেই । এখন আপনাকে বা যাদের এই সমস্যা হচ্ছে তাদের সবাইকে অপেক্ষা করতে হবে । কিন্তু আপনারা অনেকেই বলছেন রেশন অফিসে গিয়ে নাকি সমাধান হবে । তাহলে আমি বলবো আপনি একবার গিয়ে দেখুন ॥
সবার জন্য খুশির খবর ?
এছাড়াও আপনাদের সবার জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর । কারণ রেশন কার্ডের এই সমস্যা যে সমস্ত ব্যক্তিদের হচ্ছিল তাদের কিছু কিছু রেশন কার্ড গুলো কিন্তু অটোমেটিক এখন চালু হয়ে যাচ্ছে । তবে যদি আপনারও হয় তাহলে আপনি দেরি না করে এখন দেখে নিন যে আপনার রেশন কার্ডটি চালু হয়েছে কিনা । কারণ সমস্ত রেশন কার্ড গুলো এখনো চালু হয়নি তবে কিছু কিছু রেশন কার্ড অটোমেটিক এখন চালু হয়ে যাচ্ছে ॥
আফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
- Free Ration Card Sanshodhan: মাত্র ১ সেকেন্ডে রেশন কার্ডের নাম, জন্ম তারিখ, ঠিকানা ভুল সংশোধন 2024 !
Ration Card eKyc Problem ?
প্রথমের দিকে পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড আবেদন করলে rksy 1 বা rksy 2 কার্ড হতো । তবে কিছু দিন আগে সেই সমস্যার সমাধান করেছে সরকার । অটোমিটিক রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে সমস্ত rksy 1 & rksy 2 কার্ড গুলো কেন্দ্রের কার্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে । আর সেটি এখনও চালু রয়েছে ॥