Ration Card Mobile Change Free: মাত্র 2 মিনিটে অনলাইনে রেশন কার্ড মোবাইল নম্বর পরিবর্তন পশ্চিমবঙ্গ?

Ration Card Mobile Change
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ration Card Mobile Change Free of Cost Full Online Step: রেশন কার্ডে লিংক থাকা মোবাইল নম্বর আপনি অনলাইন থেকে কীভাবে পরিবর্তন করবেন বা আপনি কীভাবে নতুন মোবাইল নম্বর লিংক করবেন রেশন কার্ডে । এখন রেশন কার্ডের বেশ কিছু কাজ একদম সহজ করে দিলেন খাদ্য দপ্তর ॥

এখন রেশন কার্ডের ডিলার পরিবর্তন, সংশোধন, পরিবার ভাগ, কার্ড বন্ধ, ক্যাটাগরি পরিবর্তন, কার্ড ডাউনলোড, সহ আর কিছু কাজ যদি আপনি আপনার রেশন কার্ডে করতে চান । তাহলে আপনি এই কাজ আধার ওটিপি দিয়ে করতে হবে । আর আধার ওটি দিয়ে করলে চোখের পলক ফেলার সাথে সাথে আপনার কার্ডের কাজ হয়ে যাবে ॥

Ration Card Mobile Change Free ?

তবে এর সাথে সাথে আপনারা সেকেন্ডের মধ্যে আপনার রেশন কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করাতে পারবেন এছাড়াও আপনি নতুন মোবাইল নম্বর লিংক করাতেও পারবেন । আর এর জন্য কোনো সময় লাগবে না । সাথে কোনো টকাও লাগবে না । সম্পূর্ণ বিনামূল্যে সেকেন্ডের মধ্যে করাতে পারবেন ॥

রেশন কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন ?

১) খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে (https://food.wb.gov.in/) যান । লিংক আপনারা নিচে পেয়ে যাবেন ।

২) ওয়েবসাইটে গিয়ে TIZEN HOME” মেনুতে ক্লিক করুন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

৩) পরের পেজে ‘Ration card Related Corner মেনুতে ক্লিক করুন।

৪) পরের পেজে ( self Service through Aadhaar ) বা আধারের মাধ্যমে স্ব-সেবা মেনুতে ক্লিক করুন।

৫) পরের পেজে গিয়ে (Link/De-link Mobile) এর মেনু তে ক্লিক করুন।

৬) পরের পেজে Ration Card No/রেশন কার্ড নম্বর বক্সে রেশন কার্ড নম্বর দিয়ে Search/সন্ধান করুণ তে ক্লিক করুন।

৭) এর পর আধার অনুমোদন চেক বক্সে টিক করলে SEND OTP/OTP পাঠান’ মেনু আসবে যাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনার আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে OTP যাবে।

৮) আপনার আধার লিংকড মোবাইলে প্রাপ্ত ৬ নম্বরের আধার OTP টি টাইপ করুন।

৯) পরবর্তী পেজে ‘De -link Existing Mobile Number’/’বর্তমান মোবইলে নম্বরটি সরান’ এবং ‘Add New Mobile Number’/’নতুন মোবাইল নম্বর যোগ করুন’ দুইটি অপসন দেখাবে।

১০) আপনি যদি মোবাইল নম্বর সরাতে চান তাহলে ‘De-link Existing Mobile Number’ / ‘বর্তমান মোবইলে নম্বরটি সরান তে ক্লিক করুন।

১১) আপনি যে নম্বর টি সরাতে চান সেটি ‘Select / বাছুন’এর এর ঘরে টিক্ করে Confirm / নিশ্চিত করুন’ তে ক্লিক করুন।

১২) এরপর আপনার পরিবার থেকে আপনার মোবাইল নম্বর টি ডিলিংক করার জন্যে আপনার কাছে অনুমতি চাওয়া হবে এবার আপনি ‘Yes/হ্যাঁ’ তে ক্লিক করুন।

১৩) ‘Your data successfully updated / আপনার কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে’ এই মেসেজে দেখাবে।

১৪) অনুরূপ ভাবে আপনি যদি রেশন কার্ডে আপনার মোবাইল নম্বর যোগ করতে চান তাহলে ৯ নং ধাপের পরে ‘Add New Mobile Number’ / ‘নতুন মোবাইল নম্বর যোগ করুন’ তে ক্লিক করুন।

১৫) এরপর ‘Enter Mobile Number’ অপশন টিতে আপনার মোবাইল নম্বর টি লিখুন এবং ‘SEND OTP/ OTP পাঠান মেনু আসবে যাতে আপনাকে ক্লিক করতে হবে।

১৬) OTP দেওয়ার পরেই ‘Your data successfully updated / আপনার কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে’ আসবে।

তার পরে ফাইনালি আপনার সামনে Thank you. Your Link/De-link Mobile successfully.’ ‘ধন্যবাদ। আপনার মোবাইল লিংক/ ডিলিংক সম্পন্ন হয়েছে মেসেজ আসবে । মানে আপনার রেশন কার্ডে নতুন মোবাইল লিংক এবং মোবাইল পরিবর্তন সম্পূর্ণ ভাবে হয়ে গিয়েছে ॥

Ration Card Mobile Change Free ?

তবে এর সাথে সাথে আপনারা সেকেন্ডের মধ্যে আপনার রেশন কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করাতে পারবেন এছাড়াও আপনি নতুন মোবাইল নম্বর লিংক করাতেও পারবেন । আর এর জন্য কোনো সময় লাগবে না । সাথে কোনো টকাও লাগবে না । সম্পূর্ণ বিনামূল্যে সেকেন্ডের মধ্যে করাতে পারবেন ॥

অফিসিয়াল ওয়েব সাই লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment