SBI Super Bike Loan Scheme: বাইক কেনার জন্য SBI Loan দিচ্ছে ! তবে মাসে EMI কত জানুন

SBI Super Bike Loan Scheme
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

SBI Super Bike Loan Scheme: আপনি বাইক কিনবো বলে মনে করছেন । কিন্তু একটি বাইক কেনার জন্য তো দু পাচ হাজার টাকা থাকলে হবে না । এখন একটি যে কোনো বাইক কেনার জন্য লক্ষ টাকার পরে পড়বে । তবে আপনি যদি বাইক কিনতে চান এবং আপনার কাছে যদি বাইক কেনার টাকা না থাকে । তাহলে আর চিন্তার কোনো কারন নেই । কারন (SBI Super Bike Loan Scheme) এর মাধ্যমে আপনি নতুন বাইক নিতে পারবেন ॥

আপনি (SBI Super Bike Loan Scheme) এর মাধ্যমে লোন নিয়ে খুব সহজে নতুন একটি বাইক কিনতে পারবেন । তবে যে কোনো লোন নেবার জন্য সর্ব প্রথম যে বিষয় গুলো সামনে আসে । সে গুলো হচ্ছে লোন নেবার পরে কত টাকা সুদ দিতে হবে । এছাড়াও কারা কারা এই লোন নেবার জন্য আবেদন করতে পারবে । আপনি এই লোন নিতে পারবেন কিনা । এমনকি ১.৫০ লক্ষ টাকায় কত EMI দিতে হবে মাসে ॥

SBI Super Bike Loan Scheme 2024 ?

এখন বাইক নেই এমন কোনো বাড়ি হয়তো খুজে পাওয়া যাবেনা । কিন্তু এমনও অনেকে রয়েছে যারা বাইক তো কিনতে চাই কিন্তু টাকা নেই । আর সেই সমস্ত মানুষদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Super Bike Loan Scheme) এর মাধ্যমে বাইক কিনার জন্য লোন দিয়ে থাকেন । আর যানবাহনের অন রোড মূল্যের ন্যূনতম ১৫ শতাংশ মার্জিন অবশ্যক ॥

তবে মনে রাখবেন যে ব্যক্তি এই ( SBI Super Bike Loan Scheme ) এর মাধ্যমে লোন নিতে চাইছেন বা আবেদনকারীর বয়স ২১ বছর থেকে শুরু করে ৫৭ বছর বয়ের মধ্যে হতে হবে । তাহলে পারে ওই ব্যক্তি বা আবেদনকারীর এই লোন নেবার জন্য আবেদন করতে পারবে । এই ( SBI Super Bike Loan Scheme ) এর মাধ্যমে সর্বনিম্ন ১.৫০ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন ॥

তবে মনে রাখবেন এই লোন পরিশোধ করার জন্য আপনাদের ৪ বছর পর্যন্ত সময় দেওয়া হবে । আর এই লোনের সুদের হার ১২.১৫ শতাংশ থেকে শুরু করে ২০.০৪ শতাংশ পর্যন্ত হয়ে থাকে । তবে মনে রাখবেন এটি সম্পূর্ণ আবেদনকারীর সিভিল স্কোর এবং পেশার উপর নির্ভর করে । এমনকি যদি আপনি বেতনভোগী না হয়ে থাকেন । তাহলেও আপনি ১৩.১৫ শতাংশ বার্ষিক সুদের হারে লোন নিতে পারবেন । সিভিল স্কোর হিসেবে সুদের হারের প্রতিক্রিয়া নিচে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

১.৫০ লক্ষ টাকার কত টাকা EMI দিতে হবে ?

দেখুন কত টাকা EMI ফিতে হবে । এই বিষয় নিয়ে আপনাদের সঠিক তথ্য আমি এখানে বসে কীভাবে দিবো । কারন কেও নিবে ১.৫০ লক্ষ আবার কেও নিবে ২ লক্ষ আবার কেও নিবে ৩ লক্ষ । প্রতি মাসে কত টাকা EMI লাগবে এটি আপনার নেওয়া লোন এর উপর নির্ভর করে । তবে আপনাদের বোঝানোর জন্য ১.৫০ লক্ষ টাকার লোন এর প্রতি মাসে EMI কত হতে পারে ॥

আপনি ধরুন ১৩.১৫ শতাংশ সুদের হারে ১.৫০ লক্ষ টাকা লোন নিয়েছেন । আর এটি যদি আপনি ২ বছরের মেয়াদে আপনাকে প্রতি মাসে EMI দিতে হবে ৭,১৪২ টাকার মতো । আর লোন পরিশোধ করতে সর্বমোট ১,৭১,৪০০ টাকার মতো খরচ হবে । আর যদি আপনি এই লোন ৩ বছের মেয়াদে নেন ॥

তাহলে আপনাকে প্রতি মাসে ৫ হাজার টাকার মতো EMI প্রতি মাসে দিতে হবে । আর এতে লোন পরিশোধ করার জন্য প্রায় ১.৮২ টাকা লেগে যাবে । এছাড়াও যদি আপনি ৪ বছরে নিতে চান । তাহলে EMI আপনাকে প্রতি মাসে দিতে হবে ৪ হাজার টাকার মতো । আর লোন পরিশোধ করতে প্রায় ১.৯০ থেকে ১.৯৩ লক্ষ টাকা পড়ে যাবে ॥

কারা কারা এই লোন নিতে পারবে ?

এই লোন নেবার জন্য রাজ্য/ কেন্দ্রীয় দপ্তরের বা সরকারি কোনো কর্মচারী এছাড়াও বেসরকারি কোনো বড়ো কম্পানি বা নামি দমি প্রতিষ্ঠানের নিয়মিত কর্মচারী যদি আপনি হয়ে থাকেন । তাহলে এই লোন নেবার জন্য খুব সহজে আবেন করতে পারবেন এবং আবেদন করার জন্য ব্যাবসায়িকদের বার্ষিক ৩ লক্ষ এবং কৃষিবিদদের জন্য ৪ লক্ষ আয় থাকতে হবে । তবে এই লোন নেবার জন্য আবেদন করা যাবে ॥

SBI Super Bike Loan Scheme 2024 ?

এখন বাইক নেই এমন কোনো বাড়ি হয়তো খুজে পাওয়া যাবেনা । কিন্তু এমনও অনেকে রয়েছে যারা বাইক তো কিনতে চাই কিন্তু টাকা নেই । আর সেই সমস্ত মানুষদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Super Bike Loan Scheme) এর মাধ্যমে বাইক কিনার জন্য লোন দিয়ে থাকেন । আর যানবাহনের অন রোড মূল্যের ন্যূনতম ১৫ শতাংশ মার্জিন অবশ্যক ॥

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment