WB Type Of Ration Card: পশ্চিমবঙ্গে এখন কত প্রকার রেশন কার্ড চালু রয়েছে । এছাড়াও কি কি বা কোন কোন ক্যাটাগরির রেশন কার্ড পশ্চিমবঙ্গে রয়েছে । এমনকি কোন ক্যাটাগরির রেশন কার্ডে আপনি কি কি সুবিধা পাবেন । সমস্ত তথ্য আপনি জানতে পারবেন আজকের প্রতিবেদনের মাধ্যমে ॥
পশ্চিমবঙ্গে মূলত ৫ প্রকার রেশন কার্ড চালু রয়েছে । সেগুলো হচ্ছে SPHH, PHH, AAY, RKSY 1, RAKY 2 । এই ৫ প্রকার রেশন কার্ড এখন পশ্চিমবঙ্গে রয়েছে । এর বাইরে কোনো ক্যাটাগরির রেশন কার্ড পশ্চিমবঙ্গে চালু নেই । তবে এই ৫ প্রকার রেশন কার্ডের কি কি সুবিধা চলুন এবার এই বিষয়ে জেনে নেওয়া যাক ॥
Table
WB Type Of Ration Card ?
SPHH
PHH
AAY
RKSY 1
RKSY 2
কোন কার্ডের কি সুবিধা ?
এই ৫ প্রকার রেশন কার্ডের মধ্যে ৩ প্রকার হচ্ছে কেন্দ্রের । কেন্দ্রের কার্ড হচ্ছে SPHH PHH AAY । আর এই কার্ডে সরকার সর্বমোট ৫ কেজি কার্ড পিছু রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে । আর এই ৫ কেজির মধ্যে আটা বা গম এবং চাল দেওয়া হয়ে থাকে । তবে এই ৫ কেজি রেশন শুধুমাত্র ২ প্রকার রেশন কার্ডে দেওয়া হয় ( SPHH / PHH ) ॥
আর AAY কার্ডে সর্বমোট ৩৫ কেজি পরিবার পিছু রেশন দেওয়া হয়ে থাকে । তবে এই কার্ড ধারিদের কিছু ভুল ধারনা রয়েছে । মনে করেন ৩৫ কেজি রেশন কার্ড পিছু । কিন্তু আসলে এটি সত্য নয় । আপনার পরিবারে AAY ক্যাটাগরির রেশন কার্ড ৫টি থাকুক বা ২০টি থাকুন । আপনি সেই ৩৫ কেজিই রেশন পাবেন । এর বেশি নয় ॥
রাজ্যের রেশন কার্ড ?
পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে রাজ্যে কার্ড চালু করা হয়েছে । আর এই কার্ড ২ প্রকার একটি RKSY 1 এবং RKSY 2 । তবে RKSY 1 কার্ডে সর্বমোট ৫ কেজি রেশন দেওয়া হয় । তবে এই কার্ডে শুধুমাত্র চাল দেওয়া হয়ে থকে । আর RKSY 2 কার্ড ২ কেজি চাল প্রতি মাসে দিয়ে থাকেন সরকার ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
প্রমান দেখার লিংক – Click Now
WB Type Of Ration Card ?
SPHH
PHH
AAY
RKSY 1
RKSY 2