Krishak Bandhu Taka 7 Dine Dukbe – Krishak Bandhu Amount Credit By 7day: ১ মাস নয় এখন ৭ দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে জানলো মুখ্যমন্ত্রী । তাই দেরি না করে এখনি আপনি এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন । না হলে আপনিও সমস্যায় পড়তে পারেন । তাই সমস্যায় পড়ার আগে দেখুন সমাধান ॥
গত ১২ই জুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছেড়ে দিয়েছেন । অর এবারে প্রায় ১ কোটি ৫ লক্ষের মতো কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন । মমতা জানিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তিতেও কৃষকদের সংখ্যা এমটা থাকবে বলে মনে করছেন । তবে এখন সব কৃষক কিন্তু প্রকল্পের টাকা পাইনি । তবে কবে পাবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ॥
Table
Krishak Bandhu Taka 7 Dine Dukbe ?
Krishak Bandhu Taka 7 Dine – কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুটামোটি ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে । তবে এই সময় আগে লাগতো । আর এখন আগের তুলনায় কৃষকদের সংখ্যা বেড়ে চলেছে এই প্রকল্পে । এবারে ১ কোটি ৫ লক্ষ কৃষকদের এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে । তনে এই সংখ্যা আগের তুলনায় অনেক বেশি ॥
এর থেকে অল্প কৃষক আগে ছিলো । আর সেই অল্প কৃষক থাকা কালিন প্রকল্পের টাকা দিতে সময় লাগতো ২ থেকে ৩ সপ্তাহ বা এর থেকেও বেশি । আর আগের থেকে এখন কৃষকদের সংখ্যা বেশি হবার পরেও খবর মারফত জানা যাচ্ছে । এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাকি এবারে মাত্র ৭ দিনে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেবে । তবে যাই হোক ঢুকলেই ভালো ॥
কারন হচ্ছে আগে যে হুতো প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে সময় লাগতো । সেই কারনে কৃষকদের অনেক দিন ধরে অপেক্ষা করতে হতো । আর এখন যদি ৭ দিনে প্রকল্পের টাকা ঢুকে যাই । তাহলে কৃষকদের অপেক্ষা কম করতে হবে । যদিও অফিসিয়াল নোটিফিকেশনে বলা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা DBT এর মাধ্যমে দেওয়া হবে পরবর্তী কালে ॥
আর যদি সত্যি DBT এর মাধ্যমে দেওয়া হয় । তাহলে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে । আর এতে কৃষকদের অরো কম সময় অপেক্ষা করতে হবে । তই সরকার চাইছে যেন প্রকল্পের টাকা অতি তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাই ॥
দেখুন কৃষক বন্ধু প্রকল্পে আপনার খবর ?
১) কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিচে দেওয়া আছে ॥
২) এবার নথিভুক্ত কৃষকের তথ্য অপশেনে ক্লিক করবেন ॥
৩) যা দিয়ে খবর দেখতে চান সেই নম্বর সিলেট করে নম্বর টি বসিয়ে দিবেন পাশের ফাকা ঘরে ॥
৪) পাসের I Am not a Robot এ ক্লিক করে ভেরিফাই করে নিবেন ॥
৫) এবার সার্চ অপশেনে ক্লিক করবেন । তাহলে এখানে সমস্ত খবর দেখতে পাবেন । টাকা পাবেন কিনা,পেয়েছেন কিনা, আরো বিস্তারিত ॥
Krishak Bandhu Taka 7 Dine Dukbe ?
কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুটামোটি ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে । তবে এই সময় আগে লাগতো । আর এখন আগের তুলনায় কৃষকদের সংখ্যা বেড়ে চলেছে এই প্রকল্পে । এবারে ১ কোটি ৫ লক্ষ কৃষকদের এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে । তনে এই সংখ্যা আগের তুলনায় অনেক বেশি ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- PM Kisan KYC 2024 Free: ওটিপি, ফিঙ্গার প্রিন্ট ছাড়াই পিএম কিষানে kyc ! ১৭তম কিস্তি পাবেনা এই কৃষকরা
- 17th Instalment Date: অপেক্ষার দিন শেষ, কেন্দ্রের বড়ো ঘোষণা ! সবাইকে ২,০০০ টাকা দিচ্ছে
- sbi fastag recharge 2024: লাইনে দাড়ানোর দিন শেষ ! সময় বাচানোর সুব্যবস্থা SBI এর
- Free Aadhaar Update: 14ই জুন শেষ নয়, বিনামূল্যে আধার আপডেট সময় বাড়ালো সরকার
- kisok bondhu payment: আর নয় অপেক্ষা, আজ থেকে কৃষক বন্ধু টাকা দিচ্ছে ! দেখুন আপনি কবে পাবেন