All In One Aadhaar2024: আধার কার্ডের সমস্ত কাজের অনলাইন পরিষেবা এখন এক জাইগায় !

All In One Aadhaar ?
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

All In One Aadhaar: এখন আধার কার্ডের যাবতীয় পরিষেবা UIDAI এর একটি পোর্টালে । তবে আপনারা UIDAI এর এই পোর্টাল থেকে আধার কার্ডের ঠিক কোন কোন কাজ গুলো করতে পারবেন । যদি আধার কার্ডে মোবাই লিংক থাকে । তাহলে কোন কাজ গুলো করতে পারবেন । এছাড়া যদি আধার কার্ডে মোবাই লিংক করা না থাকে । তাহলে অনলাইন থেকে কোন কাজ গুলো করতে পারবেন ॥

সাধারন মানুষদের জন্য আধার কার্ড খুবি গুরুত্বপূর্ণ । আর এই আধার কার্ডে নিয়ে সাধারন মানুষদের অনেক ছুটাছুটি করতে হয় । তবে তবে আধারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে । সেখান থেকে আপনি অনেক গুলো কাজ করতে পারবেন । তবে এই সমস্ত বিষয়ে জানতে চাইলে অপেক্ষা না করে আপনো অবশ্যই অতি শীঘ্রই আমাদের WhatsApp Telegram চ্যানেলে ফলো করুন লিংক দেওয়া রয়েছে পোষ্টের মধ্যে ॥

All In One Aadhaar ?

All In One Aadhaar – আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইট যদি আপনি দেখেন । তাহলে দেখবেন সেখানে পোর্টালটিকে ২ ভাবে ভাগ করা হয়েছে । একটি যাদের আধারে মোবাইল লিংক রয়েছে । তাদের জন্য কিছু আলাদা অপশেন । আর যাদের মোবাইল লিংক করা নেই তাদের জন্য আলাদা অপশেন । তাহলে চলুন এবার সমস্ত বিষয়ে জেনে নেওয়া যাক ॥

Services which require mobile number to be registered with Aadhaar?

প্রথমে আপনি লগিন অপশেন দেখতে পাবেন । এখানে আধার ওটিপি দিয়ে লগিন হয়ে আধার কার্ডের নানা রকম কাজ করতে পারবেন । আধারে মোবাইল লিংক না থাকেল এই লগিন অপশেন আপনার জন্য নয়

Document Update – এই অপশেনে মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতে পারবেন । তবে আগামী ১৪/০৯/২০২৪ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে হবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Download Aadhaar – এই অপশেনে আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন । এখনের ডিজিটাল আধার কার্ড ডাউনলোড এই অপশেনে মাধ্যমে হবে ॥

Retrieve EID/ Aadhaar Number – এর মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আধার এবং EID নম্বর সার্চ করে খুজে নিতে পারবেন ॥

Verify Email / Mobile – এর মাধ্যমে আপনি আপনার আধারে থাকা মোবাইল অথবা ইমেল আইডি ভেরিফাই করতে পারবেন ॥

VID Generator – এর মাধ্যমে আপনি ১৬ সংখ্যার VID নম্বর জেনারেট করতে পারবেন । এই নম্বর আপনার আধার কার্ডেই থাকে ॥

Lock / Unlock Aadhaar – এখানে আপনি আপনার আধার কার্ড লক এবং অনলক করতে পারবেন খুব সহজে ॥

Bank Seeding Status – এখান থেকে আপনি আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT করা রয়ে সেটির স্টাটাস দেখতে পারবেন বা জানতে পারবেন ॥

Services which can be availed even if mobile number is not registered with Aadhaar ?

Order Aadhaar PVC Card – এখানে আপনি ডিজিটাল আধার কার্ড ৫০ টাকা খরচ করে আডার করতে পারবেন ॥
Check Aadhaar PVC Card Order Status – ৫০ টাকা খরচ করে ডিজিটাল আধার কার্ড অডার করার পরে তার স্টাটাস দেখতে পারবেন
Check Enrolment & Update Status – আধার সেন্টার গিয়ে আধার কার্ডের কোন কাজ করার পরে তার স্টাটাস দেখতে পারবেন
Locate Enrolment Center – এখান থেকে আপনার নিকটবর্তী যে আধার সেন্টার রয়েছে সেটি খুজতে পারবেন
Book an Appointment – লম্বা লাইনে না দাড়িয়ে যে কোনো আধার সেন্টার বুক করে গেলে আর লাইনে দাড়াতে হবে না
Check Aadhaar Validity – এখান থেকে আপনি আধার কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য দেখতে বা জানতে পারবেন
Grievance and Feedback – অনলাইন আবেদন বা অন্য কোনো সমস্যা থাকলে তার জন্য কম্পিলেন্ট করতে পারবেন ॥
Check Grievance / Feedback Status – এখান থেকে তার স্টাটাস আপনি খুব সহজে দেখতে পারবেন ॥

All In One Aadhaar ?

আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইট যদি আপনি দেখেন । তাহলে দেখবেন সেখানে পোর্টালটিকে ২ ভাবে ভাগ করা হয়েছে । একটি যাদের আধারে মোবাইল লিংক রয়েছে । তাদের জন্য কিছু আলাদা অপশেন । আর যাদের মোবাইল লিংক করা নেই তাদের জন্য আলাদা অপশেন । তাহলে চলুন এবার সমস্ত বিষয়ে জেনে নেওয়া যাক ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment