Lost Aadhaar Refund Online: আধার কার্ড হারিয়ে গিয়েছে । কিন্তু আধার কার্ড নম্বর মনে নেই । আধার কার্ডের কোন কপি নেই । তাহলে কীভাবে হারিয়ে যাওয়া আধার কার্ড ফিরে পাবো । চিন্তা করবেন না যদি আধার কার্ড হারিয়ে যাই । হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আধার কার্ড ফেরত পাওয়া যাই ॥
তবে আপনারা কীভাবে হারিয়ে যাওয়া আধার কার্ড ফেরত নিবেন বা ফেরত পাবেন । এই সমস্ত বিষয়ে আপনাদের একদম বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকের এই প্রতিবেদনে । তাই অবশ্যই প্রতিবেদনটি পড়বেন এবং আমাদের WhatsApp এবং Telegram চ্যানেল ফলো করবেন । তাহলে চলুন তথ্য গুলো জেনে নেওয়া যাক ॥
Table
আধার কার্ডের নম্বর হারিয়ে গেলে কিভাবে বের করব?
Lost Aadhaar Refund Online: যদি আপনার আধার কার্ড হারিয়ে যাই । এবং আধাদ কার্ড হারিয়ে যাওয়ার পরে আপনার আধার নম্বর মনে নেই এমনকি আপনার কাছে আধার কার্ডের কোনো একটিও কপি নেই । তাহলে আপননি কীভাবে আধার কার্ডটি ফিরে পাবেন ॥
যদি আপনার আধার কার্ড হারিয়ে যাই এবং আধার নম্বর আপনার কাছে না থাকে । তাহলে আপনি খুব সহজে অনলাইন থেকে শুধুমাত্র নাম দিয়ে আপনার আধার কার্ড ফিরে পেতে পারবেন । হ্যা আপনারা ঠিক পড়েছেন । হারিয়ে যাওয়া আধাদ কার্ড শুধু নাম দিয়ে খুজে নিতে পারবেন । চলুন পদ্ধতি জেনে নেওয়া যাক ॥
হারিয়ে যাওয়া আধার কার্ড ফিরে পেতে প্রয়োজ হবে ?
Lost Aadhaar Refund Online – আপনি যদি আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড শুধুমাত্র নাম দিয়ে অনলাইন থেকে খুজে নিতে চান । তাহলে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক । যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিংক করা থাকে । তাহলে আপনি খুব সহজে অনলাইন থেকে শুধুমাত্র নাম দিয়ে আধার কার্ড ফিরে পাবেন ॥
Lost Aadhaar Refund Online Full Guid ?
১) প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) এবার আপনি এই ওয়েব সাইটের হোম পেজে দেখবেন Retrieve EID / Aadhaar number অপশেন ॥
৩) আপনি Retrieve EID / Aadhaar number অপশেনে ক্লিক করবেন ॥
৪) এবার আপনি আধার নম্বর সিলিট করে নিবেন ॥
৫) এবার আধার হোল্ডার এর সঠিক নাম ও বানান বসিয়ে দিবেন ॥
৬) এবার আধার কার্ডের সাথে লিংক থাকা মোবাইল অথবা ইমেল বসিয়ে দিবেন ॥
৭) পাশের ক্যাপচার কোড তার জাইগা মতো বসিয়ে দিবেন ॥
৮) এবার ওটিপি পাঠিয়ে ওটিপি ভেরিফিকরশন করে নিবেন বা সাবমিট করে দিবেন ॥
তাহলে দেখবেন আপনার আধার কার্ডের সাথে লিংক থাকা মোবাইল অথবা ইমেল আইডিতে আধার নম্বর পাঠিয়ে দিবে UIDAI এর পরে আপনি ওই আধার নম্বর ব্যবহার করে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এমনকি PVC আধার কার্ড ৫০ টাকা খরচ করে অডার করতে পারবেন ॥
Lost Aadhaar Refund Online Full Guid ?
১) প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) এবার আপনি এই ওয়েব সাইটের হোম পেজে দেখবেন Retrieve EID / Aadhaar number অপশেন ॥
৩) আপনি Retrieve EID / Aadhaar number অপশেনে ক্লিক করবেন ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- New Lakshmi Amount: নতুন লক্ষী ভান্ডার এর টাকা কবে ঢুকবে?
- Lakshmi Apply Online: 2 মিনিটে লক্ষীর ভান্ডার প্রকল্প অনলাইন আবেদন ?
- Approval pending at CPC due to name mismatch: রেশন কার্ডের নতুন সমস্যা ! সমাধান কীভাবে করবেন ?
- PM Kisan eKYC 3 New Method: এক নয় দুই নয় পুরো ৩টি পদ্ধতিতে পিএম কিষাণে eKYC করা যাবে !
- Ration Card Apply Age 2024: কত বছর বয়সে রেশন কার্ড করা যায়? ! না জানলে বিপদ
- Lakshmir Bhandar Apply2024: সুখবর, লক্ষীর ভান্ডারে আবেদনের কাজ শুরু হচ্ছে !
- Aadhaar Name Change 2024: আধার কার্ডে কি দুবারের বেশি নাম পরিবর্তন করা যায়?