Ration Card Online Check: রেশন কার্ড অনলাইনে বা অফলাইনে আবেদন করার পরে বা আপনি যদি রেশন কার্ড যাবতীয় কাজের মধ্যে কোনো একটি কাজ করে থাকেন । তাহলে আপনি কীভাবে দেখবেন যে আপনার ওই কাজটি হয়েছে কিনা । এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তায় রয়েছে আবার এটি নিয়ে অনেক সমস্যায় সাধারন মানুষ ॥
রেশন কার্ডে কোনো একটি কাজ আপনি করলেন । আপনাদের বুঝানোর জন্য বলছি ধরুন আপনি একটি রেশন কার্ড সংশোধন বা নতুন রেশন কার্ডে আবেদন করেছেন । এবার আপনার রেশন কার্ড সংশোধন বা নতুন আবেদন করা রেশন কার্ড হয়েছে কিনা । সেটি আপনি কীভাবে বুঝবেন বা দেখবেন ॥
Table
Ration Card Online Check ?
এমনও অনেক মানুষ রয়েছে রেশন কার্ডের কোনো কাজ করার দরকার হলে । সেই কাজ করবার জন্য ফর্ম ফিলাপ করে ছেড়ে দেন । তবে এটি ঠিক নয় । ফর্ম ফিলাপ করার পরে আপনাকে দেখতে হবে যে আপনার ওই কাজটি হলো কিনা । এবার আপনি কীভাবে দেখবেন আপনার ওই কাজটি হলো কিনা । সেটি জন্য আপনাকে স্টাটাস দেখতে হবে ॥
রেশন কার্ড হয়েছে কিনা কিভাবে দেখবো?
১) প্রথমে আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েব সাইটে চলে আসবেন । লিংক নিচে পেয়ে যাবেন ॥
২) এবার এই ওয়েব সাইটের হোম পেজে আপনি দেখতে পাবেন CHECK STATUS OF RATION CARD APPLICATION অপশেন ॥
৩) আপনি এই CHECK STATUS OF RATION CARD APPLICATION অপশেনে ক্লিক করবেন ॥
৪) এবার আপনি কত নম্বর ফর্ম ফিলাপ করেছেন সেটি সিলেট করে নিবেন ॥
৫ ) এবার অনলাইনে আবেদন করলে মোবাইল নম্বর এবং অফলাইনে আবেদন করলে সিলিপ নম্বর বসিয়ে দিবেন ॥
৬) এবার নিচের ক্যাপচার কোড তার জাইগা মতো বসিয়ে দিবেন ॥
৭ ) তার পরে আপনি সার্চ অপশেনে ক্লিক করবেন । তাহলে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন । আপনার কাজ হয়েছে কিনা । না হলে পুনরায় ফর্ম ফিলাপ করবেন ॥
এছাড়াও আপনি আপনার পরিবারের রেশন কার্ডে যে মোবাইল নম্বর লিংক রয়েছে । সেই মোবাইল নম্বর দিয়ে এই ওয়েব সাইটে লগিন হয়েও দেখতে পারবেন । যদি কার্ড হয়ে যাই বা কাজ হয়ে যাই । তাহলে সেই তথ্য গুলো আপনি খুব সহজে লগিন করে দেখতে পারবেন ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Ration Card Online Check ?
এমনও অনেক মানুষ রয়েছে রেশন কার্ডের কোনো কাজ করার দরকার হলে । সেই কাজ করবার জন্য ফর্ম ফিলাপ করে ছেড়ে দেন । তবে এটি ঠিক নয় । ফর্ম ফিলাপ করার পরে আপনাকে দেখতে হবে যে আপনার ওই কাজটি হলো কিনা