WB GOVT New Scheme: ১২,৫০০/- টাকা দেবার নতুন প্রকল্প পশ্চিমবঙ্গে ! আজই আবেদন করুন

WB GOVT New Scheme
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

WB GOVT New Scheme: পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নিয়ে আসা হয়েছে বিরাট বড়ো সুখবর । এবার রাজ্যের নতুন এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে ১২,০০০/- টাকা । এই টাকা আপনি প্রতি বছর পেতে চলেছেন । রাজ্য সরকার এর তরফ থেকে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ( WB GOVT New Scheme ) কর্মশ্রী প্রকল্প । যা রাজ্য সরকারের নিজস্ব উদ্যােগে পরিচিত হবে ॥

বিগত কিছু বছর ধরে কেন্দ্রের সাথে রাজ্যের সাথে সম্পর্কে টানাপোড়েনের কারনে নানা রকম উন্নয়ন মানের প্রকল্প চালু করা হয়ে চলেছে । আর ঠিক এই একি কারনে কেন্দ্র অনেক প্রকল্পের সুবিধা আটকে দিয়েছেন । বিশেষ করে ১০০ দিনের কাজ । এখন তো ১০০ দিন কাজ বলে কোনো কথাই নাই ॥

পশ্চিমবঙ্গের কর্মশ্রী প্রকল্প ?

কেন্দ্রীয় সরকারের অভিযোগ যে রাজ্য সরকার সঠিক ভাবে কেন্দ্রকে হিসেব দিচ্ছে না । আর রাজ্য সরকার এর অভিযোগ যে কেন্দ্রীয় সরকার ১০০ দিন কাজের টাকা দিচ্ছে না আটকে রেখেছে । আর এই সমস্যার সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছেন এই কর্মশ্রী প্রকল্প ॥

এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এর তরফ থেকে ইতিমধ্যে ৩৮ হাজার এর মতো জর্ব কার্ড তৈরি হয়েছে । আর শুধু তাই নয় ৭৫ লক্ষ জর্ব কার্ড তৈরি কারার লক্ষ রয়েছে এই অর্থবছরে । রাজ্য সরকার জানিয়েছে প্রতি বছর এই প্রকল্পের মাধ্যমে জর্ব কার্ডধারীদের কমপক্ষে ৫০ দিনের কাজ দেওয়া হবে । আর প্রতিদিন কাজের খরচ হিসবে ২৫০ টাকা দেওয়া হবে । তাহলে ৫০ দিনে ১২৫০০ টাকা ॥

WB GOVT New Scheme 2024 ?

WB GOVT New Scheme – রাজ্য সরকার জানিয়েছেন যে হারাহরি কেন্দ্র টাকা দিতো । ঠিক সেই একিমতো টাকা এবার রাজ্য সরকার এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে । তবে রাজ্য সরকার এখনও পরিস্কার ভাবে জানাই নি যে কবে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে । তবে প্রকল্পের মাধ্যমে ১২,৫০০ টাকা সুনিশ্চিত করেছেন সরকার ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই প্রকল্পের মাধ্যমে এবার রাজ্যের কিছু মানুষদের ঘরে আলো আসার বিরাট সম্ভবনা রয়েছে । আর সরকার ইতিমধ্যে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইট ইতিমধ্যে চালুও করে দিয়েছেন । যদিও এখনও সঠিক ভাবে ওয়েব সাইট কাজ করছে না । অফিসিয়াল ওয়েব সাইট লিংক নিচে রয়েছে ॥

WB GOVT New Scheme 2024 ?

রাজ্য সরকার জানিয়েছেন যে হারাহরি কেন্দ্র টাকা দিতো । ঠিক সেই একিমতো টাকা এবার রাজ্য সরকার এই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে । তবে রাজ্য সরকার এখনও পরিস্কার ভাবে জানাই নি যে কবে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে । তবে প্রকল্পের মাধ্যমে ১২,৫০০ টাকা সুনিশ্চিত করেছেন সরকার ॥

অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment