State Govt Scheme: সাধারন আমজনতাদের মন জয় করার জন্য কেন্দ্রীয় সরকার এর পাশা পাশি এবার রাজ্য সরকারও উঠে পড়ে লেগেছে । আর রাজ্য সরকার এর তরফ থেকেও সাধারন মানুষদের দেওয়া হচ্ছে বড়ো বড়ো চমক । কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষীর প্রকল্পের মতো অনেক গুলো জনপ্রিয় প্রকল্প রাজ্যের মানুষদের জন্য চালু করে চলেছেন রাজ্য সরকার ॥
State Govt Scheme
আর এই সমস্ত প্রকল্প গুলোর মধ্যে আর একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু । রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য চালু করেছেন । আর কৃষক বন্ধু প্রকল্পটিও জনপ্রিয় লাভ করেছেন রাজ্যে । আর রাজ্য সরকার ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের টাকা দেওয়া শুরি করেছেন এমনকি রাজ্যের অনেক কৃষকের অ্যাকাউন্ট টাকা ঢুকেও গিয়েছে ॥
Table
কত টাকা করে কৃষকরা পাবে ?
State Govt Scheme – এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর রাজ্যের কৃষকদের ১০,০০০ এবং ৪,০০০ টাকা করে দিয়ে থাকেন । আর এই টাকা সমান ভাগে ভাগ করে ২টি কিস্তিতে দিয়ে থাকেন । জমি না থাকলেও কৃষকরা সর্বনিম্ন বছরে ৪,০০০ টাকা করে পাবে । তবে মনে রাখবেন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে ১ কোটি ৫ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,৯০০/- কোটি টাকা সরকার পাঠিয়ে দিয়েছেন ॥
কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন ?
১) সর্বপ্রথম আপনি প্রকল্পের অফিসিয়াল ওয়েব সাইটে চলে অসবেন । লিংক আপনারা নিচে দেখতে পেয়ে যাবেন ॥
২) এখানে আপনি কৃষক বন্ধু সম্পর্কিত ক্যাটাগরি দেখতে পাবেন । আপনি সেখানে ক্লিক করবেন ॥
৩) এবার আপনি নতুন একটি পেজে চলে আসবেন । সেখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড বসিয়ে লগিন করে নিবেন ॥
৪) এবার আপনার এখানে অ্যাকাউন্ট না থাকলে আপনি নতুন করে অ্যাকাউন্ট করে নিবেন ॥
৫) এবার আপনি যখন এখানে লগিন হয়ে যাবেন । লগিন হয়ে যাবার পরে আপনি এখানে বেনিফিশিয়ারি লিস্ট এবং স্টাটাস চেক নামক একটি অপশেন দেখতে পাবেন ॥
৬) আপনি সেখানে ক্লিক করে দিবেন । আর এখানে ক্লিক করলে আপনার আবেদন approved হয়েছে কিনা হয়নি এবং আপনি কত টাকা করে পাবেন । সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন ॥
State Govt Scheme
State Govt Scheme: সাধারন আমজনতাদের মন জয় করার জন্য কেন্দ্রীয় সরকার এর পাশা পাশি এবার রাজ্য সরকারও উঠে পড়ে লেগেছে । আর রাজ্য সরকার এর তরফ থেকেও সাধারন মানুষদের দেওয়া হচ্ছে বড়ো বড়ো চমক । কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষীর প্রকল্পের মতো অনেক গুলো জনপ্রিয় প্রকল্প রাজ্যের মানুষদের জন্য চালু করে চলেছেন রাজ্য সরকার ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- MSP Increase 2024: কেন্দ্রর বড়ো ঘোষণা, দুইগুন বাড়লো কৃষকদের ইনকাম
- Krishak Bandhu Payment 2024: ব্যাঙ্কে না গিয়ে দেখুন কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা ?
- PM Kisan Yojana Amount Increase: কৃষকদের 6,000 বদলে 8,000 মিলবে ! ঘোষণা মোদি সরকারের
- Karmashree New Protal launch: কর্মশ্রী প্রকল্পের অফিসিয়াল প্রোটাল চালু ! দেখুন সুবিধা ও কারা পাবে
- Ration card family alada 2024: 100% মাত্র ৫ সেকেন্ড সময়ে রেশন কার্ডের পরিবার ভাগ/আলাদা হবে