Census Date 2024: এবার ১৩ বছর পরে জনগননা ! দেখুন ঠিক কোন কাগজ পত্র লাগবে

Census Date 2024
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Census Date 2024: যদি আপনি ভারতবর্ষের বাসিন্দা বা একজন নাগরিক হয়ে থাকেন । তাহলে আপনার জন্য খুবি গুরুত্বপূর্ণ একটি খবর । অবশেষে এবার সম্পূর্ণ ১৩ বছর পরে নরেন্দ্র মোদি ভারতবর্ষে জনগননা শুরু করতে চলেছে । এবার ভারতবর্ষে জনগননার কাজ সরকার খুব শীঘ্রই চালু করতে চলেছে ॥

না হলেও প্রায় ১৩ বছর পরে এবার ভারতবর্ষে জনগননা শুরু হবে । খবর মারফত জানা গিয়েছে আগামী মাস থেকে সরকার জনগনার কাজ শুরু করতে চলেছে সারা দেশশুড়ে । আর জানা গিয়েছে এই কাজ পুরো দেড় বছর ধরে চলবে । জানা গিয়েছে ২০২৬ সালের মার্চ মাসে জনগননার রিপোর্ট প্রকাশিত করার লক্ষ নিয়েছে সরকার ॥

জনগননা প্রতি ১০ বছর পর পর করা হয় । আর এদিকে ২০১১ সালে জনগননা করা হয়েছে । আর নিয়ম অনুযায়ী ১০ বছর পর পর জনগননা করা হয় । তাহলে হিসেবে ২০২১ সালে জনগননা হওয়ার কথা । আর ২০২১ সালে মহামারির জন্য এই জনগননা হয়নি । তাই এবার ২০২৪ সালে শুরু হবে ॥

Census Date 2024

২০২৩ সালে এই জনগননা করার কথা শুনা গিয়েছিলো । কিন্তু লোকসভা ভোট এর জন্য সেটি হয়ে উঠেনি । আর খবর মারফত জানা গিয়েছে মোদি সরকারে ক্ষমতায় এসে এখনও একবারও জনগননা হয়নি । আর এতেই রাজনৈতিক গন্ধ পাচ্ছেন বিরোধীরা । তবে কবে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে চলুন জেনে নেওয়াযাক ॥

কীভাবে হবে এই জনগননা ?

এই জনগননা করার জন্য আপনার বাড়িতে সরকারি বা বেসরকারি এজেন্সিরা আসবে । আর বাড়ি বাড়ি গিয়ে বেশ কয়েকটি প্রশ্ন করবে আপনার পরিবারের সম্পর্কে । যেমন ধরুন আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, ইনকাম সম্পর্কে এছাড়াও আরো বেশ কিছু জানতে চাইবে । আর এই প্রশ্ন গুলোর উত্তর আপনার থেকে নিয়ে তারা নথিভুক্ত করে নিবে ॥

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কবে থেকে শুরু হবে জনগননা ?

খবর মারফত জানা গিয়েছে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে জনগননার কাজ শুরু করা হতে পারে । আর এই জনগননা চলবে দেড় বছর ধরে ॥

কি কি প্রশ্ন করা হবে ?

১) আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে
২) তাদের নাম কি, বয়স কত, লিঙ্গ কি জানা হবে

৩) বাড়ির সদস্যরা কে কোন জীবিকার সঙ্গে যুক্ত জানা হতে পারে
৪) এছাড়াও অন্যান্য প্রশ্ন করতে পারে

কি কি কাগজ পত্র লাগবে ?

মনে রাখবেন এই জনগননার জন্য কোনো কাগজ পত্র বা ডকুমেন্ট এর কোনো দরকার হবে না । তবে যে সরকারি কর্মীরা আসবে আপনার বাড়িতে । সেই কর্মীরা আপনাদের থেকে আধার এবং ভোটার কার্ড চাইতে পারে শুধুমাত্র এক নজর দেখার জন্য । যদিও বা বাধ্যতামূলক নয় তবে তার পরেও এক নজর হয়তো দেখবে ॥

Census Date 2024

Census Date 2024: যদি আপনি ভারতবর্ষের বাসিন্দা বা একজন নাগরিক হয়ে থাকেন । তাহলে আপনার জন্য খুবি গুরুত্বপূর্ণ একটি খবর । অবশেষে এবার সম্পূর্ণ ১৩ বছর পরে নরেন্দ্র মোদি ভারতবর্ষে জনগননা শুরু করতে চলেছে । এবার ভারতবর্ষে জনগননার কাজ সরকার খুব শীঘ্রই চালু করতে চলেছে ॥

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েব সাইটClick Now
Official TelegramBangli Sikho
Official WhatsAppBangli Sikho
Census Date 2024

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment