sbi fastag recharge: এখন লম্বা লাইনে দাড়ানোর দিন শেষ । এখন এসবিআই নিয়ে আসলো ফাস্টট্যাগ ফিচার । সাধারনত যদি কোনো টোলবগেটে আপনি যান । তাহলে আপনাকে সেখানে লম্বা লাইনে দাড়িয়ে থাকতে হতে পারে । কিন্তু যদি আপনার এই sbi fastag recharge ফিচার থাকে । তাহলে আপনাকে কিন্তু আর লম্বা লাইনে দাড়াতে হবে না ॥
এখন আমাদের ডিজিটালা ভারত । এই ডিজিটাল ভারতে এখন সমস্ত কিছু আসতে আসতে মোদি সরকার ডিজিটালা করে তুলছেন । এখন ট্রাফি এর কাছেও থাকছে ক্যামেরা । আইন না মানলে আপনার বাড়িতে বা আপনার মোবাইলে চলে আসবে কোট গতেকে জরিমানার মেসেজ । আর এমনি ভাবে টোল গেটে আপনি লম্বা লাইনে না দাড়িয়ে সরাসরি চলে গেলে sbi fastag recharge এর মাধ্যমে আপনার টোল চার্জ নিয়ে নেওয়া হবে ॥
Table
sbi fastag recharge কি ?
রেডিয়ো ফ্রিকয়্যান্সি আইডেন্টিফিকেশন ( RFID ) প্রযুক্তিতে কাজ করবে SBI । সাধারন ভাষায় বলতে এই sbi fastag একটি কার্ড । আর এটি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করানো হয় বা লিংক করা থাকবে । আর যে অ্যাকাউন্টে লিংক করা থাকবে । সেই অ্যাকাউন্ট থেকে টোল চার্জ বাবদ যে টাকা হবে । সেই টাকা অটোমিটিক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ॥
SBI FASTag কীভাবে পাবেন ?
এই sbi fastag আপনি কীভাবে পাবেন । এই sbi fastag কার্ড নিতে হলে বা এই কার্ডের বিশদে জানতে 1800 11 0018 নম্বর ফোন করে জানতে পারবেন সমস্ত গ্রাহকরা । এছাড়াও আপনি আপনার ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন এই কার্ডের জন্য ॥
SBI FASTag নেবার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?
ব্যাঙ্কে গিয়ে sbi fastag নেবার জন্য একটি অবেদন পত্র
গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা RC প্রয়োজন হবে
গাড়ির মালিকের ৫ফোট সাইজের ছবি
পরিচয় পত্র হিসেবে একটি ডকুমেন্ট
ঠিকানার প্রমান পত্র হিসেবে একটি ডকুমেন্ট
YONO SBI অ্যাপ থেকে sbi fastag recharge কীভাবে করবেন ?
১) প্রথমে আপনি YONO SBI অ্যাপ খুলে নিবেন ।
২) এবার আপনি YONO Pay অপশেনে ক্লিক করবেন ॥
৩) তার পরে আপনি Quick Payment এর মধ্যে আপনি দেখতে পেয়ে যাবেন fastag অপশেনে । আপনি সেখানে ক্লিক করবেন ॥
৪) এবার sbi fastag recharge এর সুবোধা পাবে গ্রাহকরা ॥
sbi fastag আসলে কি ?
sbi fastag এটি হচ্ছে একটি ডিজিটাল কার্ড । এই কার্ডে গাড়ির সমস্ত তথ্য ঢুকানো থাকে । আর এই কার্ডের একটি কপি গাড়ির সামনের কাচে লাগানো থাকে ॥
sbi fastag recharge কি ?
রেডিয়ো ফ্রিকয়্যান্সি আইডেন্টিফিকেশন ( RFID ) প্রযুক্তিতে কাজ করবে SBI । সাধারন ভাষায় বলতে এই sbi fastag একটি কার্ড । আর এটি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করানো হয় বা লিংক করা থাকবে । আর যে অ্যাকাউন্টে লিংক করা থাকবে । সেই অ্যাকাউন্ট থেকে টোল চার্জ বাবদ যে টাকা হবে । সেই টাকা অটোমিটিক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ॥
অফিসিয়াল ওয়েব সাইট – Click Now
Also Read:
- Free Aadhaar Update: 14ই জুন শেষ নয়, বিনামূল্যে আধার আপডেট সময় বাড়ালো সরকার
- kisok bondhu payment: আর নয় অপেক্ষা, আজ থেকে কৃষক বন্ধু টাকা দিচ্ছে ! দেখুন আপনি কবে পাবেন
- Ration Card Big Update: চিন্তার দিন শেষ, রেশন কার্ড নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রের ! রেশন কার্ড থাকলেই দেখুন
- Krishak Payment Update: প্রত্যেক কৃষকদের আজ 5,000 টাকা দিলো ! কৃষক হলে অবশ্যই দেখুন
- Krishak Bandhu Payment Date: কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হবে 2024?