KarmaSangbad Registration Online: এখন আর বেকার যুবক যুবতীদের চাকরি নেবার জন্য আর এখানে ওখানে ছুটাছুটি করতে হবে না । বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল দিয়ে আপনি দেখতে পারবেন আপনি কোন চাকরি করবার জন্য যোগ্য । আর তার সাথে আপনি সেই যোগ্য চাকরির জন্য অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন ॥
তবে আপনি কি জানেন । যে আপনি কীভাবে দেখবেন আপনি কোন চাকরির জন্য যোগ্য এবং আপনি কীভাবে আবেদন করবেন । তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন । আর তার সাথে পরবর্তীতে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ অপডেট পাবার জন্য আমাদের WhatsApp এবং Telegram চ্যানেলে ফলো করুন ॥
Table
KarmaSangbad নতুন পোর্টাল কি ?
KarmaSangbad Registration Online – রাজ্যে প্রচুর পরিমানে বেকার যুবক যুবতী রয়েছে । আর তাদের মুখের দিকে তাকিয়ে রাজ্য সরকার চালু করেছেন ‘KarmaSangbad’ পোর্টাল । এই পোর্টাল এর মাধ্যমে বা এই পোর্টালে গিয়ে আপনি খুব সহজে সরকারি চাকরির খবর নিতে বা জানতে পারবেন । এছাড়াও আপনি এই পোর্টাল থেকে আবেদন করতে পারবেন ॥
আর মনে রাখা দরকার যে এই পোর্টালে আপনি যদি চাকরি খুজতে যান বা আপনি যদি চাকরির আবেদন করতে চান । তাহলে আপনাকে কিন্তু সর্বপ্রথম এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে । তার পরে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন । লগিন না করে আপনি কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারবেন না । তবে চলুন এবার রেজিস্ট্রেশন পদ্ধতি জেনে নেওয়া যাক ॥
KarmaSangbad Registration Online 2024 ?
১) KarmaSangbad Registration Online – প্রথমে আপনি কর্মসংবাদ পোর্টালে চলে আসবেন । লিংক অপনারা নিচে পেয়ে যাবেন ॥
২) হোম পেজে আপনি ‘Jobseeker’ অপশেন এর মধ্যে ‘Register’ অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার আপনার সামনে ফর্ম খুলে যাবে । প্রথমে আপানকে ‘Basic Details’ দিতে হবে । যেমন আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ ॥
৪) এর পরে আপনাকে ‘Contact Details’ দিতে হবে । যেমন সম্পূর্ণ ঠিকানা, ধর্ম, ক্যাটাগরি, ইমেল আইডি, মোবাইল নম্বর, জেন্ডার ॥
৫) এর পরে আপনি কত টুকু পড়াশুনা করেছেন কোন বোর্ডে পাশ করেছেন কোন সালে পাশ করেছেন এছাড়াও % কত ॥
৬) এর পরে টেকনিক্যাল শিক্ষা কত কোন বোর্ডে পাশ করেছেন কত সালে পাশ করেছেন আর কত % রয়েছে ॥
৭) এবার আপনি ডকুমেন্ট সিলেট করবেন । ভোটার বা আধার কার্ড যে কোনো একটি সিলেট করতে পারেন ॥
৮) আধার কার্ড সিলেট করলে আধার নম্বর বসিয়র ২টি প্রশ্ন থাকবে উত্তর দিয়ে দিবেন yes no করে ॥
৯) এবার আপনি পাসওয়ার্ড সেট করে নিবেন । পরবর্তীতে যখন পোর্টালে লগিন করবেন তখন এখানে দেওয়া পাসওয়ার্ড লাগবে ॥
চাকরি কীভাবে খুজবো ও আবেদন কীভাবে করবো ?
আপনি এই পোর্টালের হোম পেজে দেখতে পাবেন Job List নামে একটি অপশেন দেওয়া রয়েছে । আপবি সেখানে ক্লিক করবেন । তাহলে আপনি দেখতে পাবেন কোন জাইগায় কোন পদে কি চাকরির সিট খালি রয়েছে । এখান থেকে আপনার যে চাকরি পছন্দ সেটি বেছে নিবেন । আর যেটি বেছে নিবেন তার পাশে অনলাইন আবেদন নামে একটি অপশেন রয়েছে । সেখানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড বসিয়ে লগিন করে আপনি সেই চাকরির জন্য আবেদন করতে পারবেন ॥
KarmaSangbad Registration Online 2024 ?
১) প্রথমে আপনি কর্মসংবাদ পোর্টালে চলে আসবেন । লিংক অপনারা নিচে পেয়ে যাবেন ॥
২) হোম পেজে আপনি ‘Jobseeker’ অপশেন এর মধ্যে ‘Register’ অপশেনে ক্লিক করবেন ॥
৩) এবার আপনার সামনে ফর্ম খুলে যাবে । প্রথমে আপানকে ‘Basic Details’ দিতে হবে । যেমন আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ ॥
৪) এর পরে আপনাকে ‘Contact Details’ দিতে হবে । যেমন সম্পূর্ণ ঠিকানা, ধর্ম, ক্যাটাগরি, ইমেল আইডি, মোবাইল নম্বর, জেন্ডার ॥
অফিসিয়াল ওয়েব সাইট লিংক – Click Now
Also Read:
- State Govt Scheme: সরকার কৃষকদের 5000/- টাকা দিচ্ছে ! কোন কৃষকরা পাবে এই টাকা জানুন
- MSP Increase 2024: কেন্দ্রর বড়ো ঘোষণা, দুইগুন বাড়লো কৃষকদের ইনকাম
- Krishak Bandhu Payment 2024: ব্যাঙ্কে না গিয়ে দেখুন কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা ?
- PM Kisan Yojana Amount Increase: কৃষকদের 6,000 বদলে 8,000 মিলবে ! ঘোষণা মোদি সরকারের
- Karmashree New Protal launch: কর্মশ্রী প্রকল্পের অফিসিয়াল প্রোটাল চালু ! দেখুন সুবিধা ও কারা পাবে